গফরগাঁও, ময়মনসিংহ | ৩১ আগস্ট ২০২৫ । রবিবার
ময়মনসিংহের গফরগাঁওয়ের সুতিয়া নদীতে পুলিশকে দেখে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক জসিম মোড়লের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ নদী থেকে পাওয়া যায়।
শনিবার দুপুরে পাগলা থানার পুলিশ উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যায়। এ সময় কাছেই অবস্থান করা জসিম মোড়ল, ফাহিম কাইয়া এবং সোহেল নামের তিন যুবক পুলিশকে দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে, তারা মাদকের সঙ্গে জড়িত ছিলেন এবং ধরা পড়ার ভয়ে এই কাণ্ড ঘটান। ফাহিম ও সোহেল সাঁতরে নদীর অপর পারে উঠতে সক্ষম হলেও জসিম তলিয়ে যান।
নিহত জসিম উদ্দিন মোড়ল ছিলেন পাগলা থানার অন্তর্ভুক্ত দিঘা মোড়ল বাড়ির বাসিন্দা, তার পিতার নাম হাসেম মোড়ল।
শনিবার বিকেল থেকেই নিখোঁজ জসিমের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।