ভালুকায় গাড়িচাপায় কিশোর নিহত

INFO TODAY BANGLA

 


৭ আগস্ট ২০২৫ । ভালুকা (ময়মনসিংহ), বৃহস্পতিবার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়া গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল মিয়ার ছেলে। সে ভালুকার একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে কাজ করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আলী নূর মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গাড়িটির পরিচয় নিশ্চিত করতে মহাসড়কের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

VIDEO LINK - YOUTUBE

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top