নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

INFO TODAY বাংলা

 


সেলিম রেজা || নীলফামারী || ২২ আগস্ট ২০২৫ || শুক্রবার


নীলফামারী সদরের কচুকাটা এলাকায় বালুবাহী ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কচুকাটা বন্দরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৫)। তিনি কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলাম-এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাশেদুল কচুকাটা বন্দর থেকে তারের কাঁটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি নীলফামারীগামী দুটি বালুবাহী ট্রাক্টরকে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন থেকে আসা দ্বিতীয় ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত রাশেদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top