ভালুকায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ: লাবিব গ্রুপের পিএমের বিরুদ্ধে মামলা

INFO TODAY বাংলা


ভালুকা, ময়মনসিংহ || ২২ আগস্ট ২০২৫ || শুক্রবার


ময়মনসিংহের ভালুকায় একটি শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি হলেন লাবিব গ্রুপের শিল্প প্রতিষ্ঠান সুলতানা সুয়েটার্স লিমিটেডের প্রডাকশন ম্যানেজার (পিএম) মোছলেম উদ্দিন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী শ্রমিক।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী শ্রমিক একই কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করতেন। কর্মস্থলের সুবাদে পিএম মোছলেম উদ্দিন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্কে মিলিত হতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সর্বশেষ গত ২ জুলাই সন্ধ্যায় পিএম মোছলেম উদ্দিন ওই নারীকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে একাধিকবার তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে পিএম নানা তালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে বিয়েতে অসম্মতি জানিয়ে গত ১৪ জুলাই তাকে চাকরি থেকে বরখাস্ত করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top