জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম কর্মশালা

INFO TODAY বাংলা


আমির ফয়সাল || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ||  ২২ আগস্ট ২০২৫ || শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জেইউপিসি) উদ্যোগে "Multimedia Journalism" শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাংবাদিকতার পেশায় দক্ষতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) সকাল দশটা থেকে শুরু হয়ে কর্মশালাটি চলে বিকেল চারটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ভিডিও ইনচার্জ মো. কুতুব উদ্দিন। কর্মশালায় জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক-সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক কুতুব উদ্দিন মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তির জ্ঞান সাংবাদিকদের পেশাগত জীবনে অনেক এগিয়ে রাখবে। বিশেষ করে গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তাদের কাজ আরও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা শেখার কোনো বিকল্প নেই।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন, সাংবাদিকতার মৌলিক নিয়মাবলি জানা আমাদের জন্য জরুরি। এই উদ্দেশ্যেই আজকের কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান শুধু শিখলেই হবে না, বরং এর দৈনন্দিন প্রয়োগ ঘটাতে হবে।


সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top