কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

INFO TODAY বাংলা

এ আর সুমন || অষ্টগ্রাম, কিশোরগঞ্জ || ২২ আগস্ট ২০২৫ || শুক্রবার


কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে শহরের স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম নাহিদ খান অভি (৩৪)। তিনি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আ. হক খান-এর ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি ওই হোটেলে ওঠেন। রাতের দিকে হোটেল কর্মচারীরা তার কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।


কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলা আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এদিকে, এই ঘটনাকে ঘিরে হোটেল কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top