'পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিলো কীভাবে': কাদের সিদ্দিকী

INFO TODAY বাংলা

টাঙ্গাইল, ঢাকা | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, 'মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয়, তাও শান্তি। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিল কীভাবে?' তিনি গতকাল শনিবার (৩০ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে আয়োজিত এক মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, 'দেশ এখন দলাদলিতে ভরে গেছে, ভালো মানুষ নেই।' তিনি তার বড় ভাই লতিফ সিদ্দিকী ও নিজেসহ মুক্তিযোদ্ধাদের মর্যাদা হানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'আজকে এ দেশে মুরব্বিদেরও মর্যাদা নেই, মুক্তিযোদ্ধাদেরও মর্যাদা নেই।'

কাদের সিদ্দিকী ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, 'যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে, তখনই ড. ইউনূস আপনার দুই গালেও জুতা মারা হয়েছে।' তিনি বলেন, 'যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতেন, তাহলে এ রকম হওয়ার কথা ছিল না।'

সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'সেনাবাহিনী অনেক গর্বের। হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, তা জনগণ হাজার বছর মনে রাখবে। যারা ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেওয়ার কথা বলছে, তাদের দেখে নিন আপনি।' তিনি আরও বলেন, 'কোটা আন্দোলনের কারণে শেখ হাসিনার বিদায় হয়নি, আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে।' তিনি ১৯৭১ সালের মতো ২০২৩ সালেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক আতিকুর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।

এদিকে, সমাবেশ শেষে ভূঞাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির ছেলে উদয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top