ভালুকায় মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাদ্য হিসেবে ব্যবহার, ফিশারি মালিককে জরিমানা

INFO TODAY বাংলা

ভালুকা, ময়মনসিংহ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে একটি ফিশারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ আগস্ট) সকালে পরিচালিত এই অভিযানে ফিশারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জানা যায়, গোলাম মোস্তফা বিডিআরের মালিকানাধীন ওই ফিশারিতে দীর্ঘদিন ধরে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর অধীনে ফিশারি মালিককে এই অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এই ঘটনা এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top