পিরোজপুর: ইলিশ মাছের সহনশীল দাম নির্ধারণ এবং বিষ প্রয়োগ করে মাছ নিধন প্রতিরোধের বিষয়ে পিরোজপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান আকন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সতু বিশ্বাস। সভায় স্থানীয় আড়তদার, খুচরা বিক্রেতা, মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবীরা অংশ নেন।
বক্তারা কীটনাশক ডিলারদের উদ্দেশ্যে বলেন, যারা কীটনাশক কিনতে আসবে তাদের নাম, ঠিকানা এবং আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করতে হবে, যাতে কেউ অবৈধভাবে বিষ কিনে মাছ নিধন করতে না পারে।
বক্তারা ইলিশ মাছের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। তারা বলেন, ৯ ইঞ্চির কম আকারের ইলিশ অর্থাৎ জাটকা নিধন বন্ধ রাখা গেলে একটি পূর্ণাঙ্গ ইলিশ দুই কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। তাই জাটকা ধরা বন্ধের ওপর জোর দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।