আল আমিন
শেরপুর: শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক দুটি ঘটনায় তারা নিখোঁজ হয়। পরে রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলো—ঝিনাইগাতী উপজেলার ইসমাইল হোসেন (১৭) এবং নালিতাবাড়ী উপজেলার হুমায়ুন কবির (১০)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মহারশি নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে ইসমাইল স্রোতের তোড়ে ভেসে যায়। নিখোঁজ হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর রাত ১টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, একই দিনে দুপুরে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুমায়ুন কবির। নিখোঁজের ছয় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
বাঁধ ভেঙে লোকালয়ে পানি
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। একপর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে পানি ঢুকে পড়ে। একই সঙ্গে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বেড়ে গোল্লারবিল এলাকা প্লাবিত হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টি কমায় এবং নদীর পানি কমতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।