আল্লামা সাঈদী সুদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সংগ্রাম করে গেছেন: কাউখালিতে শামীম সাঈদী

INFO TODAY বাংলা

এম এ নকিব নাছরুল্লাহ্

পিরোজপুর: আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সারা জীবন সুদ ও ঘুষের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং সুদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে কাউখালির নীলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক ইমাম সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী এসব কথা বলেন।

জাতীয় ইমাম সমিতি ৪ নং চিরাপাড়া ইউনিয়নের সভাপতি হাফেজ নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শামীম সাঈদী বলেন, ইমামরা হলেন সমাজের নেতা। তারা মসজিদের মিম্বর থেকে অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কথা বলবেন। তিনি অভিযোগ করেন যে, গত ১৭ বছর ধরে সরকার ইমামদের কণ্ঠরোধ করে রেখেছিল, কিন্তু এখন স্বাধীনভাবে কথা বলার সময় এসেছে। তিনি ইমামদের প্রতি সমাজের মারাত্মক ব্যাধি সুদ, ঘুষ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মতিন ফারুকী, কাউখালি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম খান এবং ৪ নং চিরাপাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top