গাইবান্ধা: গাইবান্ধা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ গণসংযোগকালে এক বিএনপি নেতার কবর জিয়ারত করেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) তিনি সাঘাটা উপজেলার যোগীপাড়া ওয়ার্ডে গণসংযোগ করার সময় ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুরাদুজ্জামান সরকারের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট মুরাদুজ্জামান সরকার নিখোঁজ হওয়ার পর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। কবর জিয়ারতের সময় আব্দুল ওয়ারেছের সঙ্গে দলীয় নেতাকর্মী, মরহুমের স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন। এ সময় তিনি মুরাদুজ্জামান সরকারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।