পিরোজপুর পৌরসভায় ডেঙ্গু আতঙ্ক: ড্রেন ও খালগুলোতে মশার অবাধ প্রজনন

INFO TODAY বাংলা

এম এ নকিব নাছরুল্লাহ্ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুর: দেশের অন্যতম প্রাচীন পৌরসভা পিরোজপুরে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার আশঙ্কায় পৌরবাসী আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন। শহরের অধিকাংশ ড্রেন ও খাল ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় সেগুলো মশা ও রোগ-জীবাণুর কারখানায় পরিণত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পরিকল্পিত নগরব্যবস্থা না থাকা, ড্রেন ও খাল দখল এবং ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে, যা এডিস মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। জানা গেছে, পৌরসভার ৪২টি খালের অধিকাংশই অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এছাড়াও, শহরের মাতৃসদন সড়ক, উকিলপাড়া, মধ্য রাস্তা এবং কালীবাড়ি সড়কের মতো আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হওয়ায় জলাবদ্ধতা একটি নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

নাগরিকদের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্য

মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবির বলেন, “অসচেতন নাগরিকদের ময়লা ফেলার কারণে ড্রেনগুলো ভরে যাচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি না থাকায় এগুলো পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে মশা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নাগরিকরা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”

পৌর শহরের বাসিন্দা লোকমান শেখ জানান, মশার উপদ্রব এতটাই বেড়েছে যে দিনের বেলায়ও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। তিনি বলেন, “ড্রেনে জমে থাকা পানির দিকে তাকালেই মশা দেখতে পাওয়া যায়। আমরা চাই পৌরসভার ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক।”

জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি খালেদ আবু বলেন, “বরিশাল বিভাগে যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে পিরোজপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দিন দিন বেড়ে যাচ্ছে। পৌর কর্তৃপক্ষের অতি দ্রুত ড্রেন পরিষ্কার করা উচিত।”

এ বিষয়ে পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক বলেন, “ডেঙ্গু নিধনের জন্য আমরা মশা নিধনের বিভিন্ন উদ্যোগ নিয়েছি। বিভিন্ন জায়গায় স্প্রে করাসহ ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। বর্ষাকালে পানি জমে থাকায় মশার প্রজনন বেড়ে যায়। আমরা সেসব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং এই কার্যক্রম চলমান থাকবে।”

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top