বামনায় অটোরিকশা চালক গলা কেটে হত্যা: ৭ ঘণ্টার মধ্যে ২ জন আটক

INFO TODAY বাংলা

বামনা, বরগুনা | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বামনা: বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধারের মাত্র ৭ ঘণ্টার মধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি বামনার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে কিছু একটা ফেলার শব্দ শোনেন। কাছে গিয়ে রাস্তায় রক্ত দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং ডোবার কচুরিপানার মধ্যে অর্ধডুবন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা আরও জানান, ঘটনাস্থলের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন একটি অটোরিকশাকে দ্রুত গতিতে চলে যেতে দেখে সন্দেহ করেন। চিৎকার শুনে কয়েকজন ময়দানের সামনের দিকে গেলে একটি মোবাইল ফোন ও জুতা পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে ডোবা থেকে আজিজুলের গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, ঘটনাটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাইফুল এবং রিদয় নামে দুজনকে ভাণ্ডারিয়া থেকে অটোরিকশাসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top