ভালুকা, ময়মনসিংহ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
ভালুকা: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে উপজেলার কাচিনা এলাকা থেকে তাদের হাতে-নাতে ধরা হয়।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, এসআই গোবিন্দ দাস তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে কাচিনা এলাকা থেকে মো. মালেক মিয়া (৫৫), পিতা-মৃত হালিম মিয়া, সাং-তাসকাপাড়া, এবং মো. কাইয়ুম মিয়া (৫০), পিতা-মৃত মোমরেজ আলী, সাং-পালগাঁও, কামারিয়াপাড়া বড়চালা, উভয় থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, কে গ্রেফতার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে এক বান্ডিল (৫২ টি) তাস, দুটি মোমবাতি, জুয়া খেলার জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের বস্তা এবং নগদ ৮৫০ টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানার নন এফআইআর নং-১৬৯, তারিখ-১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।