গণশৌচাগার নির্মাণের দাবিতে রাজাপুরে মানববন্ধন

INFO TODAY বাংলা

মাহবুব হাসান, রাজাপুর, ঝালকাঠি | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাজাপুর, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে একটি গণশৌচাগার নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। বেলা ১১টায় বাইপাস মোড়ের যাত্রী ছাউনির সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ অভিযোগ করেন, রাজাপুর বাইপাস মোড় একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় কোনো গণশৌচাগার নেই, যা অত্যন্ত দুঃখজনক। এতে নারী, শিক্ষার্থীসহ দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রয়োজনে স্থানীয়দের বাড়িতে গিয়েও অনেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

বক্তারা বলেন, তারা একাধিকবার শুনেছেন যে বাইপাস মোড়ে গণশৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে এবং জায়গা নির্ধারণ করে বালুও ফেলা হয়েছে। কিন্তু কোনো এক 'অদৃশ্য শক্তির' কারণে সেই কাজ বন্ধ হয়ে গেছে এবং বরাদ্দের টাকাও ফেরত চলে গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুমন হক জুয়েল, শাকিল, সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা, গণমাধ্যমকর্মী মঈনুল হক লিপু এবং অহিদ সাইফুল। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার তারা এই কাজ বন্ধ হতে দেবেন না। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেবেন। এতেও কাজ না হলে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেবেন বলেও তারা ঘোষণা করেন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top