মোঃ আশিকুর সরকার (রাব্বি) | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম চয়ন মালি।
ভুক্তভোগী নারী জানান, চয়ন মালি তার গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করছিলেন। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে ঘটনা অস্বীকার করে। পরে স্থানীয়রা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, চয়ন মালি বিবাহিত হওয়ার পরও ফেসবুকে ভুয়া আইডি খুলে মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি জানান, চয়ন মালির বাড়িতে রতিগ্রাম, ডাঙারহাট ও কাশির মেলা এলাকার কিছু যুবক নিয়মিত গাঁজা সেবন করে। অভিযোগ রয়েছে, চয়ন মালি নিজেই এই মাদক চক্রের মূল হোতা। স্থানীয়রা আরও জানান, রাতের বেলা তার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে গাঁজা ও অন্যান্য মাদকের গন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।