রৌমারীতে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ, ইউএনও’র অভিযান

INFO TODAY বাংলা

মোঃ সোলায়মান গনি | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গরিবদের মাঝে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। গ্রাহকরা বলছেন, চালগুলো খাওয়ার অনুপযোগী এবং প্রতিজনের জন্য বরাদ্দকৃত ৩০ কেজির পরিবর্তে এক কেজি করে কম দেওয়া হচ্ছে।

উপজেলার ৪১ জন ডিলারের মাধ্যমে ৬টি ইউনিয়নের ২০ হাজার ২০২ জন কার্ডধারীর জন্য মোট ৬০৬ টন চাল বরাদ্দ করা হয়েছে। অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার শৌলমারী ইউনিয়নের তিনটি ডিলার পয়েন্টে অভিযান চালান।

অভিযানের সময় তিনি নিম্নমানের চাল দেখতে পান। এ ছাড়াও, ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি এবং ৩০ কেজির বস্তায় ২৭ কেজি চাল পাওয়া যায়। এই অনিয়মের প্রমাণ পাওয়ায় ইউএনও ডিলারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রৌমারী বাজারের চাল ব্যবসায়ী ময়নাল হকের দুটি গোডাউন সিলগালা করে দেন।

ভুক্তভোগী ইদ্রিস আলী, আউয়াল, হাসান ও বকুল মিয়াসহ আরও কয়েকজন জানান, এবারের চাল খুবই নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত। অনেকেই এই চাল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

একাধিক সূত্র বলছে, চট্টগ্রাম হালিশহর থেকে আসা ভিয়েতনামের আমদানি করা চাল দীর্ঘদিন ধরে একটি চক্র যোগসাজশ করে নিম্নমানের চালের সঙ্গে বদলে ফেলছে।

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, "অভিযুক্ত চাল ব্যবসায়ীর গোডাউন ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং এই অপকর্মের সঙ্গে আর কোনো ব্যবসায়ী জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top