ঢাকা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নুরের নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে।
রাশেদ খান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে এবং এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তিনি এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে, তিনি নুরের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে আসা সব রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও উপদেষ্টাদের ধন্যবাদ জানান।
রাশেদ খান বলেন, এই হামলার সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।