ভালুকায় চেক জালিয়াতির শঙ্কায় আদালতে মামলা

INFO TODAY বাংলা

ভালুকা, ময়মনসিংহ | বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ 

ভালুকা, ময়মনসিংহ:  হারানো চেকের অপব্যবহার ও জালিয়াতির আশঙ্কায় ভালুকা পৌরসভার মুন্সিভিটা এলাকার বাসিন্দা মো. শফিকুল আলম (৪৯) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আদালত সূত্র অনুযায়ী, গত ১৪ আগস্ট সকালে শফিকুল আলমের ইউসিবি ব্যাংক, ভালুকা শাখার হিসাব নং ০১০৩২ ০১০০০০৩৪৬৮৮-এর একটি অলিখিত চেক (নম্বর-১৩০৫৫১৮) হারিয়ে যায়। তিনি অবিলম্বে ব্যাংক ম্যানেজারকে লিখিতভাবে জানান এবং পরবর্তীতে ২১ আগস্ট ভালুকা মডেল থানায় জিডি (নং-১২৯৬) করেন।

গত ২৬ আগস্ট তিনি জানতে পারেন যে তার হারানো চেকটি ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ড জামুরভিটা এলাকার শাহাদাত হোসেনের ভাড়াটিয়া মোঃ খাইরুল বাশার (৪৭)-এর হাতে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে খাইরুল বাশার কোনো সদুত্তর দিতে পারেননি। শফিকুল আলমের আশঙ্কা, খাইরুল বাশার জালিয়াতির মাধ্যমে চেকটি ব্যবহার করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন।

আদালতের কাছে তিনি চেকটি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা (S/W) জারির আবেদন করেছেন। মামলায় একাধিক সাক্ষীও রয়েছেন।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top