'যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না': কাদের সিদ্দিকী

INFO TODAY বাংলা

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, "যেদিন রাস্তায় নামব, সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না।" সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশে ১৪৪ ধারা জারির বিরুদ্ধে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এই সমাবেশের আয়োজন করেন।

কাদের সিদ্দিকী বলেন, "আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাঁদের মিটিং ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা হয়েছে।"

প্রসঙ্গত, গত শনিবার রাতে কাদের সিদ্দিকী নিজ বাসভবনে থাকা অবস্থায় তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে পরদিন রোববার বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে আরেকটি সমাবেশের ডাক দেওয়া হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ফলে মুক্তিযোদ্ধারা সমাবেশ করতে পারেননি।

প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, "সামনে কঠিন সংগ্রামের দিন আসছে। তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছ, আমি খুব খুশি হয়েছি। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে।"

তিনি আরও বলেন, "যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যারা হটকারিতা করছেন, তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না। আপনাদের খুঁজে পাওয়া যাবে না।"

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top