ঢাকা: ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব অভিযোগ করেন।
এস এম ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের আগমন সন্তোষজনক ছিল। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদলের কর্মীরা লাইনে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছে, যা আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তাদের পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অভিযোগ অনুযায়ী, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়। তিনি বলেন, “প্রশাসন আগের মতোই এসব বিষয়ে নীরব থাকছে। ছাত্রদলের বিষয়ে অভিযোগ জানানোর পরও যে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তা না নিয়ে নীরব ভূমিকা পালন করা খুবই দুঃখজনক।”
ফরহাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা এসে মতামত দিন। আপনারা মতামত দিলে অন্যায়কারীরা অবশ্যই ব্যর্থ হবে।”
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।