এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি | মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টায় “সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” স্লোগানকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও প্রেসক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, কাঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক সারোয়ার শিকদার, খাইরুল আমিন ছগিরসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা কাঠালিয়া প্রেসক্লাবের গৌরবময় ইতিহাস ও সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে এর ভূমিকার কথা তুলে ধরেন। তারা স্থানীয় সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে আরও অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও অতিথিরা প্রেসক্লাবের এই মাইলফলক উদযাপনকে স্মরণীয় করে রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।