চকরিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার: একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ

INFO TODAY বাংলা

চকরিয়া, ৪ সেপ্টেম্বর, কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার অভিজিত দাস ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া গ্রামার স্কুলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশি তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি কালো মাস্ক ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব বড় ভেওলা এলাকার জিসান (২০), সাহারবিলের আবদুল্লাহ (২২) এবং পূর্ব কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ শাহজাহান (৪২)।

পুলিশ আরও জানিয়েছে, এই ডাকাতেরা কক্সবাজার জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সত্যের সাথে, সময়ের সাথে – ইনফো টুডে বাংলা

সময়োপযোগী খবর ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করার একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
To Top