মোঃ আব্দুল কাদের | স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-শ্রীবর্দী (শেরপুর) ও বকশিগঞ্জ রুটের একটি যাত্রীবাহী কোস্টার ত্রিশাল থেকে সাধারণ যাত্রী তোলে। গাড়িটি কিছুদূর এগোতেই কোস্টারের ভেতরে থাকা প্রায় ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ ডাকাত অতর্কিতভাবে অন্যান্য যাত্রীদের ওপর হামলা চালায়। তারা অস্ত্রের মুখে যাত্রীদের ভয় দেখিয়ে মারধর করে এবং তাঁদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ডাকাতির পর গাড়িটি সালামের দোকান মোড় এলাকার এলপিজি গ্যাসপাম্পের রানওয়ে ঘুরিয়ে নেয়। এসময় ডাকাতরা বিশেষভাবে টার্গেট করে স্থানীয় সাংবাদিক ও "এনাম ডেন্টাল কেয়ার"-এর স্বত্বাধিকারী এনামুল হককে। তাঁর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পর ডাকাতরা তাঁকে নুরুর দোকান থেকে প্রায় ১৫০ গজ দূরে নামিয়ে দিয়ে দ্রুত ঢাকার উদ্দেশে পালিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, "আমাকে জোরপূর্বক মারধর করা হয়। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে চুপ থাকতে বাধ্য করে। আমার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পর রাস্তার পাশে ফেলে রেখে যায়।"
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ যাত্রীরা এখন মহাসড়কে চলাচল করতে ভয় পাচ্ছেন। এলাকাবাসীর শঙ্কা—প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় মহাসড়কে আরও বড় কোনো দুর্ঘটনা বা ডাকাতির ঘটনা ঘটতে পারে।