শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনের আগে মোর্শেদ আলম তার নিজ তহবিল থেকে উপজেলার ৬২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজামণ্ডপে মোর্শেদ আলম বলেন, "আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।" আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, "আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করলে, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।"
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, পিয়াস মাহমুদ শুভ এবং আদি খান সাকিল প্রমুখ।
পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, "তারেক রহমানের নির্দেশ ছিল পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেই নির্দেশ মতো কাজ করেছি। আপনারা যাতে নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। আমরা আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে আছি।"