ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি’র সদস্য জনাব মোস্তাফিজুর রহমান মামুন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাতে তিনি ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে পূজার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী ধ্রুব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভালুকা উপজেলা শাখার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের আহ্বায়ক মমিন ফকির, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসাইন রাজু, যুবদল নেতা শামীম আহমেদ, ছাত্রদল নেতা শরিফ হাসান, শাহারিয়ার অনন্ত, সজীব আহমেদ, মামুন, ফিরুজ, ফরিদ, আজিজ, শাহিন, আলামিন, পপল, কবির, ফরহাদ, রমজান, রবিন, আসরাফসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আয়োজকদের তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। জনাব মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের সামাজিক সম্প্রীতির একটি প্রতীক। আমরা চাই এই উৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক।” তিনি নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভালুকায় এ বছর শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত মণ্ডপগুলোতে মা দুর্গার মূর্তি স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দ পূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিটির সঙ্গে সমন্বয়ের প্রতিশ্রুতি দেন এবং শান্তিপূর্ণ উৎসবের জন্য সকলের প্রতি আহ্বান জানান।